গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে দুই হ্যাকারের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে বিপুল ইলেকট্রনিক সরঞ্জাম ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
আজ (শনিবার, ১৭ মে) দুপুরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (১৬ মে) গভীর রাত পর্যন্ত উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামে এই অভিযান চালিয়ে এসব ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, এদিন প্রথম অভিযান চালানো হয় জুয়েল নামের এক হ্যাকারের বাড়িতে। তাঁর ঘর থেকে উদ্ধার করা হয় একটি ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, অ্যান্ড্রয়েড ও বাটন ফোনসহ শতাধিক সিম কার্ড। এসব কার্ডের মধ্যে গ্রামীণফোন, স্কুটো, রবি-এয়ারটেল ও বাংলালিংকের সিম রয়েছে। এ ছাড়া জব্দ করা হয়েছে নগদ অর্থ। ওই রাতে আরেক হ্যাকার রনির বাড়িতে অভিযান চালানো হয়। তাঁর বাড়ি থেকেও সিম কার্ড, হার্ডড্রাইভ, পেনড্রাইভ, রাউটার, সিসিটিভি ক্যামেরা, কম্পিউটার, প্রিন্টারসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় বাড়িতে না থাকায় জুয়েল ও রনিকে আটক করা সম্ভব হয়নি।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, উদ্ধার করা মালামাল গুলো জব্দ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।