গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার সহযোগিতায় গোলাপবাগ সিনিয়র আলিম মাদ্রাসার শ্রেণি কক্ষ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু।
উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও এতে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান, জাইকার উপজেলা ডেপ্লোপমেন্ট কর্মকর্তা মোত্তালিব হোসেন, মাদ্রাসার সভাপতি তোফায়েল আহমেদ এলিন প্রমুখ। অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থী ছাড়াও উপস্থিত ছিলেন।