• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-৮-২০২২, সময়ঃ রাত ০৭:০৭
  • ৬৩ বার দেখা হয়েছে

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে কৃষকলীগের আলোচনা

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে কৃষকলীগের আলোচনা

নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গতকাল সোমবার গাইবান্ধা জেলা কৃষকলীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু।
জেলা কৃষকলীগের সভাপতি হাসান মাহমুদ সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক কুমার পালের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম কোর্ট, সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, উপ-প্রচার সম্পাদক তানজিমুল ইসলাম জামিল, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামীলীগ সভাপতি ওমর ফারুক রুবেল, জেলা কৃষকলীগ যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম বকুল, সদর উপজেলা কৃষকলীগ সভাপতি আবু আল ইমরান বিপ্লব, সদর উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আরিফ কবির, শহর কৃষকলীগ সাধারণ সম্পাদক লাভলু মিয়া,  সদর উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সুন্দরগঞ্জ উপজেলা কৃষকলীগ সহ-সভাপতি মাসুদ আলম প্রামানিক প্রমুখ। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন রেজাউল করিম সেলিম।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়