• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-১০-২০২২, সময়ঃ বিকাল ০৩:৪৬

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গাইবান্ধায় ফসলি জমিসহ শীতকালিন শাক-সবজির ব্যাপক ক্ষতি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গাইবান্ধায় ফসলি জমিসহ শীতকালিন শাক-সবজির ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিবেদক ►

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গাইবান্ধায় ফসলি জমিসহ শীতকালিন শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার ৭ উপজেলার ওপর দিয়ে সোমবার সন্ধ্যায় বয়ে যাওয়া ঝড়ো হাওয়া ও দমকা বাতাসে অসংখ্য বাগানের কলা গাছ ভেঙ্গে পড়েছে এবং আখ, রোপা আমন ধানসহ বিভিন্ন ধরণের শাক-সবজি মাটিতে পড়ে নষ্ট হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, ঝড়ে তাদের কলা বাগানসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়। নতুন করে ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তা দাবী জানিয়েছে তারা। জেলা কৃষি সম্প্রসারণ অফিসের পক্ষ থেকে কৃষির ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ করছে।

জেলার মধ্যে অধিক ফসল উৎপাদনকারী গোবিন্দগঞ্জ উপজেলায় বৃষ্টি ও দমকা বাতাসে এ পর্যন্ত উপজেলায় ১শ ২০ হেক্টর জমির রোপা আমন, ৫০ হেক্টর জমির শাক-সবজি ও ৫০ হেক্টর জমির কলা বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এদিকে গাইবান্ধা কৃষি অধিদপ্তরের উপপরিচালক মো. বেলাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জেলার সাত উপজেলার কৃষি ক্ষেত্রে ক্ষয়ক্ষতির কোন তথ্য দিতে পারেনি।
 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়