ঘোড়াঘাট প্রতিনিধি ►
দিনাজপুরের ঘোড়াঘাটে শনিবার বেলা ১১টায় মন্ডল চাতাল সংলগ্ন মেসার্স কৌশিক এন্টার প্রাইজ এর আয়োজনে শতাধিক গরু খামারীদের অংশ গ্রহনে খামার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
শুরুতেই সুচনা বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি মেসার্স কৌশিক এন্টার প্রাইজের স্বত্তাধিকারী এ কে এম জাকির হোসেন মন্ডল কৌশিক)। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসিআই কোম্পানীর ডাঃ গোলাম রব্বানী, জেনারেল ম্যানেজার ডাঃ আবু নাসের আল মেহেদী, ন্যাচার ফ্রেস ডেইরী ফার্ম এর স্বত্তাধিকারী ও ঘোড়াঘাট দুগ্ধ খামার সমিতির সভাপতি শাহনেওয়াজ হোসেন, বিশিষ্ট মৎস্য চাষী সাব্বির হোসেন ও ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সভাপতি মোখলেছুর রহমান সওদাগর।
দোয়া খায়ের ও মোনাজাত পরিচালনা করেন জোলাপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মুক্তার হোসেন। শেষে অতিথি ও খামারীদের মধ্যে তবারক বন্টন করা হয়।