পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি ►
রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা বালিকা উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী উপলক্ষে ২ দিন ব্যাপী কর্মসুচি গ্রহণ করা হয়েছে। রোববার প্রথম দিনে কেক কাটা, র্যালী ও স্মৃতি চারন মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ১১ টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পীরগঞ্জ পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, বিশেষ অতিথি ছিলেন চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন।
আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোজাম্মেল হক। স্মৃতি চারন করে বক্তব্য রাখেন মাহবুবার রহমান রাঙ্গা, মনোয়ারা বেগম,আলেয়া জলিল, জাকারিয়া আহমেদ বুলেট, নারগিছ আকতার শিলা, গোলাম হোসেন মন্ডল, আল এমরান সরকার ও প্রধান শিক্ষকমেহেদুল হাসান প্রমুখ। এক সময়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে বিকেলে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। কাল সোমবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হযেছে।