Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৪-১-২০২৩, সময়ঃ বিকাল ০৫:০১

চিলমারীতে তৃতীয় শ্রেণীর বই পায়নি কেউ

চিলমারীতে তৃতীয় শ্রেণীর বই পায়নি কেউ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ►


কুড়িগ্রামের চিলমারী উপজেলায় তৃতীয় শ্রেণীর কোন শিক্ষার্থী বিনামূল্যের পাঠ্য বই পায়নি। বছরের প্রথম দিনে শতভাগ শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্য বই তুলে দেয়ার কথা থাকলেও চিলমারী উপজেলায় এর ব্যতিক্রম ঘটেছে। এ বছর উপজেলায় তৃতীয় শ্রেণীতে মোট পাঠ্য বইয়ের চাহিদা দেয়া হয় ৪ হাজার ২শত ৫০ সেট। কিন্তু এখন পর্যন্ত একসেট বইও উপজেলায় পৌঁছেনি।

উপজেলা শিক্ষা অফিস বলছে, চলতি বছর চিলমারী উপজেলায় সরকারি ৯৩টি, বেসরকারি ৩টি, কিন্ডার গার্টেন ৫টি ও এনজিও স্কুল ৩টি মিলে ১'শ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রাক প্রাথমিকে ৪ হাজার ১'শ ৫০ সেট বই পাওয়া গেছে।
প্রথম শ্রেণীর জন্য চাহিদা ছিল ৪ হাজার ৫০ সেট। এর মধ্যে গণিত বই পাওয়া যায়নি। দ্বিতীয় শ্রেণীর জন্য ৪ হাজার ১'শ ৯০ সেট বইয়ের মধ্যে বাংলা ও গণিত বই পাওয়া যায়নি। তৃতীয় শ্রেণীর জন্য চাহিদা ছিল ৪ হাজার '২শ ৫০ সেট বই। এখনো এক সেট বইও পাওয়া যায়নি। ৪র্থ শ্রেণীর জন্য ৩ হাজার ৯'শ ৫গ সেট বইয়ের মধ্যে গণিত, বিজ্ঞান ও ধর্ম বই পাওয়া যায়নি। পঞ্চম শ্রেণীর ৩ হাজার '৬শ ২০ সেট বইয়ের মধ্যে ইংরেজি বই পাওয়া যায়নি বলে জানিয়েছে দফতরটি।

থানাহাট ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী মোছাঃ উম্মে বেদুইরা তাসমিম বলেন, এখন পর্যন্ত আমি নতুন বই পাই নাই। কবে দিবে তেমন কিছু বলে নাই স্কুল থেকে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বছরের প্রথমদিনে বই বিতরণের লক্ষ্যমাত্রা থাকলেও এখন পর্যন্ত তৃতীয় শ্রেণির বই পৌঁছেনি চিলমারী উপজেলায়। এমনিতে গেল দু'বছর করোনার কারণে অনেক ক্ষতিগ্রস্থ হয় শিক্ষার্থীরা। এই ক্ষতি পুষিয়ে নিতে জরুরী ভিত্তিত্বে শিক্ষার্থীদের হাতে শতভাগ বই তুলে দেয়ার দাবী অভিভাবকদের।

অভিভাবক মোঃ বক্তারুল ইসলাম বলেন, বছরের শুরুতে বই বিতরণ করার কথা থাকলেও এখন পর্যন্ত তৃতীয় শ্রেনীর কেউ বই পাই নাই। এখন বই না পাওয়ায় ছেলে মেয়েরা স্কুলে যেতে চায় না।

রানীগঞ্জ ইউনিয়নের চর উদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবলু মিয়া বলেন,  আমরা শিক্ষা অফিসে বইয়ের চাহিদার কথা জানিয়েছি।এখনো আমরা পর্যাপ্ত বই পাইনি তাই নতুন বই সবাইকে দেয়া সম্ভব হয়নি।

উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবু ছালেহ্ সরকার জানান, চাহিদা অনুযায়ী বই পাইনি। বই পেলে আমরা প্রতিষ্ঠানে পাঠাবো।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad