রংপুর প্রতিনিধি►
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ১৩ দফা দাবিতে রংপুরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে নগরীর পার্কের মোড় এলাকায় অনুষ্ঠিত সমাবেশ থেকে দুর্যোগ কবলিত দেশে সবুজ তহবিলের অর্থায়ন বৃদ্ধিসহ বেশকিছু দাবি তুলে ধরা হয়।
সমাবেশে ডপস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক উজ্জ্বল চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য দেন ডপসের প্রকল্প ব্যবস্থাপক নুরুল ইসলাম, সমাজকর্মী নাজিম উদ্দিন সুমন, শিরিন আক্তার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শিল্পোন্নত দেশে দূষণের ফলে অনেক দেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৮) জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্থ দেশগুলোর দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। পরিবেশ সচেতনরা আরও বলেন, বিশ্বের জলবায়ু ক্ষতিগ্রস্থ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৬০। জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে যে প্রাকৃতিক দূর্যোগ আসছে তা দেশের নিজস্ব তহবিল থেকে মোকাবেলা করা কঠিন।
সচেতনতামূলক এই সমাবেশে সামাজিক সংগঠন ক্লিন ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন এক্সটার্নাল ডেবট নেটওয়ার্কের সদস্যরা অংশ নেন।