Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-১-২০২৩, সময়ঃ বিকাল ০৪:০৭

জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে সৈয়দপুর জেলা বিএনপির কম্বল বিতরণ

জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে সৈয়দপুর জেলা বিএনপির কম্বল বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ►

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্মদিন উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শীতার্তদের মাঝে ২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) বিকালে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির উদ্যোগে সাবেক এমপি বিলকিস ইসলামের বাসভবনে ওইসব কম্বল বিতরণ করা হয়।

জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌর মেয়র এসএম জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা ছিলেন সংরক্ষিত আসনের সাবেক এমপি বিলকিস ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট এসএম ওবায়দুর রহমান, সদস্য সচিব সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর সাহিন আকতার সাহিন,  যুগ্ম আহ্বায়ক প্রভাষক শওকত হায়াত শাহ,  যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক, আব্দুল হাফিজ খান ও কিশোরগঞ্জ উপজেলা সভাপতি দেলোয়ার হোসেন।

এছাড়া জেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন প্রামাণিক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এমএ পারভেজ লিটন, জেলা ছাত্র দলের সভাপতি রেজওয়ান আকতার পাপ্পু সহ সৈয়দপুর পৌর, উপজেলা, কিশোরগঞ্জ উপজেলা ও সৈয়দপুর জেলা বিএনপির অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad