• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-৯-২০২২, সময়ঃ সকাল ০৯:০৭
  • ৬৭ বার দেখা হয়েছে

জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী  সিদ্দিককে সংবর্ধনা প্রদান

জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী  সিদ্দিককে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক ►
আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন উপলে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের মনোনীত জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু বকর সিদ্দিককে গাইবান্ধায় শুভাগমন উপলক্ষে এক সংবর্ধনা প্রদান করা হয়। এসময় পৌর পার্কে বঙ্গবন্ধু মূর‌্যালে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি এবং জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক সহ অন্যান্য নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন এবং পুষ্পস্তবক অর্পন করেন। 
সোমবার বিকেলে সংবর্ধনা প্রদান কালে নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের (ভারঃ) সভাপতি ফরহাদ আব্দুল্লা হারুন বাবলু, এ্যাড: আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু, এ্যাড: সুলতান আলী মন্ডল, রনজিৎ বকসি সূর্য্য, সাইফুল আলম ছাকা, জরিদুল ইসলাম, তানজিমুল ইসলাম জামিল, এ্যাড: মহিবুল ইসলাম মোহন, মোফাজ্জল হোসেন, পৌর মেয়র মতবুলুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, শহর আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক রুবেল, সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ জেলা, উপজেলা, শহর আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও অন্যান্য নেতৃবৃন্দ।
সংবর্ধনায় জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক, জেলা আওয়ামী লীগের (ভারঃ) সভাপতি ফরহাদ আব্দুল্লা-হারুন বাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্শিবাদ পুষ্ট প্রবীন ও বষীয়ান নেতা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিককে নির্বাচিত করে গাইবান্ধা মানুষের উন্নয়নে এগিয়ে আশার আহবান জানান। সংর্ধনায় আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়