ফুলছড়ি প্রতিনিধি
জ্বালানী তেল সহ সকল দ্রব্যমুল্যের উর্দ্ধোগতি, পরিবহনের ভাড়া বৃদ্ধি, লোড শোডিং ও ভোলায় হত্যাকান্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা বিএনপি’র ডাকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। সাঘাটা ও ফুলছড়ি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক (বিগত একাদশ সংসদের বিএনপি প্রার্থী) ফারুক আলম সরকারের নেতৃত্বে মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি করে।
পরে নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুলছড়ি উপজেলা বিএনপির আহবায়ক সাদেকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে ও সদস্য সচিব ওহিদুল ইসলাম জয়ের পরিচালনায় বিােভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান খান বাবু। বিশেষ অতিথি বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাদুন্নবী টিটুল, সাঘাটা ও ফুলছড়ি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ফারুক আলম সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য মইনুল ইসলাম শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সোহাগ, বিএনপি নেতা আবুল কাশেম ভুইয়া, শফিকুল করিম দোলন, হাবিবুর রহমান হবি, ফুলছড়ি উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম নান্টু, সদস্য সচিব ফারুক মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরে আলম সিদ্দিক লিংকন, সদস্য সচিব শাহরিয়ার কবির পাভেল, গাইবান্ধা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমাস হোসাইন, সদস্য সচিব আসিফ সাজ্জাদ সরকার ছোটন, ইমাম হাসান আলাল, ইকবাল হাসান প্রমুখ।