শাহজাহান আলী মনন, নীলফামারী ►
নীলফামারীর ডোমারে স্বামীর মৃত্যুর পাঁচ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রীও। রবিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার চিকনমাটি সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত স্বামী-স্ত্রীর নাম শাহিদ আলী প্রামাণিক (৬৫) ও হাওয়া বেগম (৫২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭ টায় শাহিদ আলী প্রামানিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে মারা যান। পরে স্বজন ও প্রতিবেশীরা তার জানাজার জন্য মরদেহের গোসল করানোর সময় স্ত্রী হাওয়া বেগম কান্নাকাটি করা অবস্থায় শ্বাসকষ্ট দেখা দেয়। স্বজনরা দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান।
মৃত শাহিদ আলী প্রামানিকের বড় মেয়ে জামাই দুলাল হোসেন। তিনি বলেন, সকাল ৭টায় আমার শ্বশুর শাহিদ আলী ও দুপুর ১২টায় শাশুড়ি হাওয়া বেগমের মৃত্যু হয়েছে। বাদ আছর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দুইজনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত দম্পতির ছয় কন্যা সন্তান রয়েছে। তাদের সবার বিয়ে হয়েছে। মেয়েরা শ্বশুর বাড়িতে থাকায় তারা দুজনেই নিজ বাড়িতে থাকেন। আজ দুইজনই একসাথে চলে গেলেন। এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে ডোমার পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা বলেন, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। একইসঙ্গে এভাবে দুইজনের মৃত্যু মোটেও কাম্য নয়।