• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-১২-২০২২, সময়ঃ দুপুর ০১:৪৯

তরুণ পাঠকদের পাঠকার্যক্রম, মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ও প্রামাণ্যচিত্র প্রর্দশনী

তরুণ পাঠকদের পাঠকার্যক্রম, মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ও প্রামাণ্যচিত্র প্রর্দশনী

নিজস্ব প্রতিবেদক ►

মহান বিজয় দিবস উপলে গতকাল ১৬ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ ঘটিকায় বই ঘর পাঠাগার কে বই ঘর পাঠাগারের আযোজনে ও সৃজনশীল গাইবান্ধার সহযোগিতায় আলোচনাসভা, মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ, প্রামাণ্যচিত্র প্রর্দশনী ও তরুণ পাঠকদের নিয়ে পাঠকার্যক্রমের আয়োজন করা।

তরুণ ও শিশু কিশোরা মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ও প্রামাণ্যচিত্র প্রর্দশনীর মাধ্যমে মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস সর্ম্পকে জানতে পারে। যা অনেকের অজানা ছিলো। এরপরে তরুণ পাঠকদের নিয়ে পাঠচক্র ও নিয়মিত বই পড়ার জন্য পাঠকদের উদ্বদ্ধ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বই ঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মেহেদী হাসান, কোষাধ্য নিশাদ বাবু, দপ্তর সম্পাদক আসিফ রায়হান, সদস্য নাজমুল হুদা, নবীউল হাসানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বই ঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মেহেদী হাসান জানান, বর্তমান প্রজন্ম বইপড়া থেকে অনেক দূরে সরে যাচ্ছে। তাই বর্তমান প্রজন্মকে বইমুখি করতে হলে বই পড়ার বিকল্প নেই। এরপাশাপশি বইপড়ার প্রতি আগ্রহী করে গড়ে তোলার লে বই পড়ার বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করতে হবে।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়