সুুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কালিরখামার গ্রামে তিস্তা পিসি গার্ডার সেতু পয়েন্ট হতে অজ্ঞতানামা এক বৃদ্ধোর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার স্থানীদের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিস্তা পিসি গার্ডার সেতুর ২৪ নম্বর পিলারে আটকে থাকা অবস্থায় ওই অজ্ঞতানামা বৃদ্ধের লাশ উদ্ধার করে।
থানার সেকেন্ড অফিসার এসআই রাফায়েত হোসেন জানান, ওই বৃদ্ধের বয়স আনুমানিক ৫৫ হতে ৬০ বছর হতে পারে। তার পরনে চেক লুঙ্গি, গায়ে পাঞ্জাবীর ওপরে সাদা এফরন পড়া ছিল। তার ধারন উজান থেকে লাশটি ভেসে এসে সেতুর পিলারে আটকে যায়। তার শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের ময়না তদন্তে জন্য মর্গে পাঠানো হয়েছে। এনিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।