• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-১০-২০২২, সময়ঃ বিকাল ০৩:৫৮

দিনাজপুরে দিনব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের গণঅনশন কর্মসূচি পালন

দিনাজপুরে দিনব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের গণঅনশন কর্মসূচি পালন

দিনাজপুর প্রতিনিধি  ►

দিনাজপুরে সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতিপুরন ও ৭ দফা বাস্তবায়নের দাবিতে সারাদেশব্যাপি কর্মসুচীর অংশ হিসেবে হিন্দু-বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ আয়োজনে দিনব্যাপী যৌথ উদ্দ্যোগে গণ অনশন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার সকাল ১১ টার দিকে দিনাজপুর প্রেসকাবের সামনে কালীতলায় গণ অনশন কর্মসূচি পালিত হয়েছে
গন অনশন কর্মসূচি পালন কালে বক্তারা বলেন সরকার সংখ্যালঘু সম্প্রদায়কে শুধুই আশার বানী শুনিয়েছে কিন্তু অদ্যাবদি নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতির কোনটি পুরন করেনি। এই দেশ সবার,সব জাতির মিলিত প্রচেষ্টায় আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে। একই দেশে জন্মগ্রহণ করে রাষ্ট্রের প্রতিটি কাজে সম দায়িত্ব পালন করলেও আমরা কেন আজ বার বার একটি কথা দিয়েই বিবেচিত হই সংখ্যালঘু। আমরা সংখ্যালঘুর তিরষ্কার নিয়ে বাঁচতে চাই না। আমরা বাঁচতে চাই স্বাধীন সার্বভৌম অসম্প্রদায়িক বাংলাদেশের নাগরিক হিসেবে। 

এছাড়াও বক্তরা ২০১৮ সালের সরকারি দলের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি যেমন সংখ্যালঘু সুরা আইন প্রনয়ন, বৈষম্য বিলোপ আইন প্রনয়ন, দেবোত্তর সম্পত্তি সংরন আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন যথাযত বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযত বাস্তবায়ন ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন অদ্যাবদি বাস্তবায়ন হয়নি। তাই আমরা সোচ্চার ও দীপ্ত কন্ঠে বলতে চাই আমরা এদেশের নাগরিক এদেশের সমঅধিকার নিয়েই বাঁচতে চাই।এবং সরকারের দেওয়া নির্বাচনী ইসতেহারের সঠিক বাস্তবায়ন চাই বলে কর্মসূচিতে উপস্থিত সংগঠনের নেতা কর্মীরা সরকারের কাছে উদাত্ত আহবান জানান। 

গন অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকশী বাচ্চু, সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারণ সম্পাদক রতন সিং, রাজ দেবোত্তর এষ্টেটের এজেন্ট রঞ্জিত সিং, পুজা উদযাপন পরিষদ পৌর শাখার সহ-সভাপতি অরুন রায়, সহ-সাধারণ সম্পাদক প্রশান্ত রায় চৌধুরী জুন, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন বিরল উপজেলা শাখার সভাপতি যোসেফ মুর্মু, চিরির বন্দর উপজেলা শাখার সভাপতি ডুই টুডু, পূজা উদযাপন পরিষদ দিনাজপুর পৌর শাখার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র, হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সদর উপজেলা শাখার সভাপতি এ্যাড. দীজেন্দ্র নাথ রায় দীজেন, মহিলা ঐক্য পরিষদের সভাপতি মিনতি রায়, সাধারণ সম্পাদক মল্লিকা রানী দাস, পৌর কমিটির সভাপতি গৌরী চক্রবর্ত্তী ও সাধারণ সম্পাদক প্রতিমা পাল, মহানাম যজ্ঞের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার রায়, যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক পিয়াস সরকার, পূজা উদযাপন পরিষদ শহর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক টুন্নু বকশী, প্রচার সম্পাদক উওম কুমার রায়, দপ্তর সম্পাদক পাপন চৌ. প্রকাশনা বিষয়ক সম্পাদক চয়ন সরকার এছারাও সদস্য অরুন কুমার, গনেষ চন্দ্র প্রমুখ।
 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়