দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শহরের পৌরসভার উত্তর গোসাইপুর পানির পাম্প এলাকায় বিপুল পরিমান মাদকদ্রব্য ও অস্ত্রশস্ত্রসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৩ । এ সময় তাদের নিকট থেকে ০২ টি দেশীয় অবৈধ অস্ত্র (চাইনিজ কুড়াল) এবং ৮০০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত ০২ টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে ।
শনিবার বিকালে দিনাজপুর র্যাব-১৩ কার্যালয়ে হতে এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানী কমান্ডারের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) ফাইড লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ । আটক মাদক ব্যবসায়ী হল মোঃ আমিনুল ইসলাম (২৪), মোঃ তারা মিয়া (২৪) এবং মোঃ বাবলু (৩৫), তাদের সকলের বাড়ী দিনাজপুর পৌর শহরের উত্তর গোসাইপুর মহল্লার বাসিন্দা।
দিনাজপুর র্যাব -১৩ কোম্পানী কমান্ডার জানান , গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী দিনাজপুর পৌরসভার উত্তর গোসাইপুর পানির পাম্প এলাকায় বিপুল পরিমান মাদকদ্রব্য ও অস্ত্রশস্ত্র সহ অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টহল দল ২৬ আগস্ট শুক্রবার রাতে দিনাজপুর পৌরসভার উত্তর গোসাইপুর পানির পাম্প এলাকায় অভিযান পরিচালনা করে ০২ টি দেশীয় অবৈধ অস্ত্র (চাইনিজ কুড়াল) এবং ৮০০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দীর্ঘ ধরে এই মাদক কারবারের সাথে জড়িত বলেও তারা স্বীকার করেছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও তিনি জানিয়েছেন।
এ বিষয়ে দিনাজপুর কোতয়ালী থানায় র্যাব-১৩ বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আটক মাদক ব্যবসায়ীকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন ।