• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-১২-২০২২, সময়ঃ সকাল ১১:৪৫

দিনাজপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব

 দিনাজপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব

সুলতান মাহমুদ, দিনাজপুর ►

দিনাজপুরে হরেক রকম পিঠা-পুলি আর বাহারি পোশাক ও প্রশাধনীর নজরকারা কালেকশন নিয়ে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে ৩ দিন ব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব।

বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর গার্লস ক্লাবের আয়োজনে উৎসবমুখর পরিবেশে ইন্সটিটিউট মাঠে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।

দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ কুমার বকসী বাচ্চুর সভপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন বিসিক এর উপ-ব্যাবস্থাপক আমজাদ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম,সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন হাসান চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিন্নাহ আল মামুন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন অনলাইন বেসিক ফেসবুক গ্রæপ দিনাজপুর গার্লস ক্লাব এর এডমিন আফরিন মৌ,আফরোজ মাহমুদ বন্যা। সঞ্চালনায় ছিলেন পিন্টু ও দিনাজপুর গার্লস ক্লাব এর মডারেটর তাসপিয়া।
মেলায় স্থান পেয়েছে উদ্যোক্তাদের ৩৩টি স্টল। সেলফি,আড্ডা,নাচ-গান আর আনন্দ উল্লাহ সব মিলিয়ে জমিয়ে রেখেছে মেলার পরিবেশ। আয়োজকরা জানান গ্রাম বাংলার ঐতিহ্য আর উদ্যোক্তাদের প্রতিভা তুলে ধরতে মুলত এ আয়োজন।

পিঠা নিয়ে মেলায় অংশ গ্রহনকারী সারা মাহবুব বলেন, জেলায় বিভিন্ন গ্রামাঞ্চলের পিঠা পুলি নিয়ে এই মেলায় অংশ গ্রহন করেছি। মেলায় সারা পাওয়া যাচ্ছে।

মেলায় আসা সুমি পারভীন  বলেন, পিঠা উতসবের উদ্দেশ্য হল গ্রাম বাংলার সাধারন মানুষের প্রিয় পিঠা পুলির সাথে  নগরবাসিকে পরিচয় করিয়ে দেয়া।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়