• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-১২-২০২২, সময়ঃ বিকাল ০৪:০৬

দিনাজপুর ১৮ ডিসেম্বর প্রথম পতাকা উত্তোলন দিবস পালিত

দিনাজপুর ১৮ ডিসেম্বর প্রথম পতাকা উত্তোলন দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি ►

দিনাজপুর ১৮ ডিসেম্বর জাতীয় পতাকা উত্তোলন দিবস  হিসাবে হাজারো মানুষের বিন¤্র শ্রদ্ধা আর ভালবাসায় পালিত হয়েছে ।  

আজ রবিবার সকাল ১০ টার দিকে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে প্রথম জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে প্রথম পতাকা  উত্তোলন দিবসের কার্যক্রম শুরু হয় ।

আজ ১৮ই ডিসেম্বর দিনাজপুর স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন করেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, জাতীয় পদকপ্রাপ্ত,  মুজিবনগর সরকারের পশ্চিমাঞ্চল  জোন ১ এর চেয়ারম্যান অ্যাডভোকেট এম আব্দুর রহিম প্রতিকৃতিতে পুষ্পর্পণ করা হয়। দিনাজপুরের বিভিন্ন স্তরের  আওয়ামী পরিবারের সদস্যরা দিনাজপুর সদর আসনের সংসদ ইকবালুর রহিমের বাবার প্রতিকৃতিতে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পরে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক রুহুল আমিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম প্রমুখ ।

 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়