• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩-১২-২০২২, সময়ঃ বিকাল ০৪:৩৫

নওগাঁয় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

নওগাঁয় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি ►

নওগাঁয় ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আলোচনাসভা, চিত্রাঙ্কন, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও হুইল চেয়ার বিতরন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

আলোচনা সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, অবসরপ্রাপ্ত অধ্য প্রফেসর শরিফুল ইসলাম খান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, জেলা প্রেসকাবের সভাপতি কায়েস উদ্দিন, বেসরকারী উন্নয়ন সংস্থা রানী'র প্রধান নির্বাহী ফজলুল হক খান এবং পোরশা মোবারক হোসেন প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক মওদুদুর রহমানসহ অন্যান্যরা। পরে ২৪ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও পুরস্কার বিতরন করা হয়।

এসময় প্রধান অতিথি বলেন প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়। তাদেরকে স্নেহ ও ভালোবাসা দিয়ে গড়ে তুলতে পারলে তারাও সম্পদে পরিণত হতে পারে। আল্লাহ যাদেরকে প্রতিবন্ধি হিসেবে পৃথিবীতে পাঠান তাদেরকে অন্য বিশেষ মেধা দান করেন। সঠিক ভাবে গড়ে তুলতে পারলে তাদের সেই মেধা বিকশিত হয়। তাই আসুন আমরা সবাই বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুদের অবহেলা ও অবজ্ঞা নয় স্নেহ ও ভালোবাসা দিয়ে বড় করে তাদেরকে দেশের সম্পদে পরিণত করি।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়