নওগাঁ প্রতিনিধি ►
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার দিবস উপলক্ষ্যে নওগাঁ জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির প্রথমে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।
র্যালীটি শহরের বিভিন্ন স্থান পদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে ও জেলা প্রেসকাবের সভাপতি কায়েস উদ্দিনের সঞ্চালনায় সমবায়ী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম রফিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, জেলা সমবায় কর্মকর্তা ইমরান হোসেন, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট নওগাঁর অধ্যক্ষ-উপনিবন্ধক সেলিমুল আলম শাহিন প্রমুখ। পরে সরকারকে দেওয়া সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী ১০টি সমবায় প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়।