Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-১-২০২৩, সময়ঃ বিকাল ০৩:০৩

নওগাঁয় জেলা কাজী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

নওগাঁয় জেলা কাজী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: ► 

নওগাঁ জেলা কাজী (ম্যারেজ রেজিস্টার) সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কাজী এমএম আমিনুল ইসলাম সভাপতি, কাজী আব্দুল জলিল সাধারণ সম্পাদক, কাজী গোলাম রাব্বানী সাংগঠনিক সম্পাদক এবং কাজী আবুল কালাম আজাদ ক্যাশিয়ার নির্বাচিত হয়েছেন। 

সোমবার (০২জানুয়ারী) নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা রেজিস্টার (ডিআর) আব্দুস সালাম। এর আগে বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত একটানা গোপন ব্যলটের মাধ্যমে নওগাঁ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার কাজী মাওলানা শামসুর রহমান জানান, সভাপতি পদে মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের ম্যারেজ রেজিস্টার কাজী এমএম আমিনুল ইসলাম ৬১ এবং সাংগঠনিক সম্পাদক পদে কাজী গোলাম রাব্বানী ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ম্যারেজ রেজিস্টার কাজী আব্দুল জলিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তিনি বলেন, ৩৫সদস্য বিশিষ্ট কমিটির মোট ভোটার সংখ্যা ১২০জন। এর মধ্যে ১০১জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন। নবনির্বাচিত সভাপতি,সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং ক্যাশিয়ার মিলে আগামী এক মাসের মধ্যে কমিটির অন্যান্য সদস্য নির্বাচিত করবেন।


 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad