Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-১০-২০২২, সময়ঃ সকাল ০৭:৫৫

নওগাঁয় ৫ বছরের শিশু বলাৎকারের শিকার

নওগাঁয় ৫ বছরের শিশু বলাৎকারের শিকার

নওগাঁ প্রতিনিধি ►

নওগাঁর নিয়ামতপুরে ৫ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।

অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় শিশুটিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে প্রতিবেশী ওই যুবক পলাতক বলে জানিয়েছে পুলিশ। বলাৎকারের অভিযোগে ওই শিশুর বাবা বুধবার বিকেলে নিয়ামতপুর থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন ওসি হুমায়ুন কবির।

এজাহারে বলা হয়েছে, গত সোমবার বিকেলে বাড়ির পাশে একটি নির্মানাধীন ভবনের নিচে খেলা করছিল শিশুটি। এ সময় প্রতিবেশী হাকিম সরেন তাকে ভবনের সিড়ির পাশে নিয়ে বলৎকার করে। শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগুতে থাকলে হাকিম পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

শিশুর বাবা বলেন, ‘আমার ছেলেকে বলাৎকার করা হয়েছে। বর্তমানে সে রাজশাহী মেডিক্যালে ভর্তি আছে। থানায় অভিযোগ করেছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব-উল আলম বলেন, ‘বলৎকারের শিকার শিশুটির অনেক রক্তক্ষরণ হয়েছে। তাকে পরীক্ষা-নিরিক্ষার জন্য রাজশাহীতে রেফার্ড করা হয়েছে।’

ওসি হুমায়ুন জানান, মামলার তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad