Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-১১-২০২২, সময়ঃ দুপুর ০২:৩৩

নকল স্বর্নের মূর্তি বিক্রির সংঘবদ্ধ প্রতারক চক্র “অফিজ গ্রুপ” এর মূলহোতা গ্রেফতার

নকল স্বর্নের মূর্তি বিক্রির সংঘবদ্ধ প্রতারক চক্র “অফিজ গ্রুপ” এর মূলহোতা গ্রেফতার

নাটোর প্রতিনিধি ►

নকল স্বর্নের মূর্তি বিক্রির সংঘবদ্ধ প্রতারক চক্র “অফিজ গ্রুপ” এর মূলহোতা এজাহার নামীয় পলাতক আসামী রফিকুল ইসলাম অফিজ (৫০)কে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব -৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন আজ সোমবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার সন্ধ্যা সাত টায় নাটোর জেলার সিংড়া উপজেলার আয়েশ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময়  এজাহার নামীয় পলাতক আসামি রফিকুল ইসলাম অফিজ ও তার স্ত্রী রূপজানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম অফিজ সিংড়া উপজেলার পিপলসন গ্রামের মৃত খোরশেদ আলম প্রামানিকের ছেলে।প্রতারনার শিকার লালপুর উপজেলার সালামপুর এলাকার  মহসিনের ছেলে তরিকুল ইসলাম বাদী হয়ে  গত ২১ নভেম্বর সিংড়া থানায় মামলা করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে নাটোর জেলার সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য এই অফিজ গ্রুপের সাত সদস্যকে এর আগে গ্রেফতার করে র‍্যাব।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad