Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে

নাগরিক উদ্যোগ মিডিয়া ফেলোশিপ পেলেন সময়ের আলোর কায়সার রহমান রোমেল

নাগরিক উদ্যোগ মিডিয়া ফেলোশিপ পেলেন সময়ের আলোর কায়সার রহমান রোমেল

নাগরিক উদ্যোগ মিডিয়া ফেলোশিপ পেলেন সময়ের আলোর কায়সার রহমান রোমেল—ছবি: মাধুকর।

নিজস্ব প্রতিবেদক►

‘আদিবাসী’ সাঁওতালদের ভূমি অধিকার নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে দৈনিক সময়ের আলোর গাইবান্ধা প্রতিনিধি কায়সার রহমান রোমেলসহ তিন সাংবাদিককে ফেলোশিপ দিয়েছে নাগরিক উদ্যোগ।

‘সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা’ প্রকল্পের আওতায় গত সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানী ঢাকার ধানমন্ডির লালমাটিয়ায় নাগরিক উদ্যোগ কনফারেন্স রুমে আয়োজিত মিডিয়া ফেলোশিপের অনুসন্ধান ও গবেষণাধর্মী প্রতিবেদন উপস্থাপন বিষয়ক আলোচনা সভায় রোমেলসহ তিন সাংবাদিককে তিনটি ফেলোশিপ পুরস্কার এবং সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

দৈনিক সময়ের আলোর কায়সার রহমান রোমেল গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাগদাফার্মের আদিবাসীদের ভূমি অধিকার আন্দোলন-এর  উপর অনুসন্ধানমূলক ও গবেষণাধর্মী কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার ও গণমাধ্যমকর্মী সম্মাননা গ্রহণ করেন। 

এছাড়া পটুয়াখালী ও বরগুনা জেলার আদিবাসী রাখাইন জনগোষ্ঠীর ভূমি অধিকার রক্ষার লড়াইয়ের অনুসন্ধান ও গবেষণামূলক প্রতিবেদনের জন্য ফেলোশিপ পেয়েছেন দৈনিক জনকণ্ঠ পটুয়াখালী প্রতিনিধি মেজবাহ উদ্দিন মান্নু এবং এখন টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি এম.এ হামিদ চা শ্রমিকদের ভূমি অধিকার ও মজুরি আন্দোলন বিষয়ক অনুসন্ধান ও গবেষণামূলক প্রতিবেদনের জন্য ফেলোশিপ পেয়েছেন।

নিরপেক্ষ জুরি বোর্ডের মাধ্যমে নাগরিক উদ্যোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদনের ভিত্তিতে এই তিনজনকে বেছে নেওয়া হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে।

নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ, কৃষি মন্ত্রণালয়ের সহকারী পরিচালক রিগ্যান কুমার কানু, গবেষক মো. মাজহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক উদ্যোগের প্রকল্প সমন্বয়কারী নাদিরা পারভীন।

এই সম্মাননা তিন গণমাধ্যমকর্মীকে তাঁদের পেশাগত দক্ষতা বিকশিত করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad