• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-৯-২০২২, সময়ঃ বিকাল ০৩:৫৭
  • ৫৯ বার দেখা হয়েছে

নারী নির্যাতন, বাল্যবিবাহ ও ইভটিজিং বিরোধী জেলা পুলিশের সচেতনতামূলক সভা

নারী নির্যাতন, বাল্যবিবাহ ও ইভটিজিং বিরোধী জেলা পুলিশের সচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিবেদক ►


মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সভা করেছে জেলা পুলিশ। গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে রবিবার সকালে পুলিশ লাইন্স মিলনায়তনে সচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজা।


তিনি বলেন, ছেলেরা যেন মাদক সেবনে অব্যস্থ হয়ে না পড়ে, সে জন্য পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নজর রাখতে হবে এবং শাসন করতে হবে। মাদকের প্রথম ধাপ শুরু হয় সিগারেট থেকে। তারা যেন সিগারেট থেকে বঞ্চিত থাকে সে বিষয়টা ল্য রাখতে হবে। নারীরা বিভিন্ন কারণে নির্যাতনের শিকার হয়ে থাকে। যৌতুকের কারণেও নির্যাতনের শিকার হয়ে থাকে। নারী শিক্ষার্থীদেরকে কখনও বাল্যবিবাহ দিবেন না। বাল্যবিবাহ একটি আইননত দন্ডনীয় অপরাধসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুতর আলোচনা করেন।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার আইয়ুব আলী, পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক সুকমল মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলের সহকারি শিক্ষক শিরিন আরা বিউটি। এ সময় পুলিশ লাইন্স-এর এস আই হায়দার আলী, সহকারি শিক্ষক ফারজানা আক্তার, পুলিশ সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়