Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৫:১১

নারী বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই আর্জেন্টিনার বিদায়

নারী বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই আর্জেন্টিনার বিদায়

মাধুকর ডেস্ক►

নারী ফুটবল বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে আর্জেন্টিনা। শুধু আর্জেন্টিনাই নয় প্রথম রাউন্ড থেকে টুর্নামেন্ট শেষ হয়েছে ইতালির। বুধবার নিজেদের শেষ ম্যাচে সুইডেনের কাছে ২-০ গোলে হেরেছে আর্জেন্টিনার নারীরা। এবারের বিশ্বকাপে তিন ম্যাচে তারা হেরেছে দুইটিতেই।  একটি হয়েছে ড্র।

নকআউট পর্বে যেতে সুইডেনের সাথে ম্যাচে জয় ছাড়া বিকল্প ছিল না আর্জেন্টাইন নারীদের জন্য। কিন্তু মাস্ট উইন সেই ম্যাচেও কাজের কাজ করতে ব্যর্থ তারা। শুরুতে দাপট দেখালেও দ্বিতয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সুইডেন। ৬৬ মিনিটে ব্লমকভিস্ট এর গোলে এগিয়ে যায় দলটি। এরপর শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সুইডেনের জয় নিশ্চিত করে রুবেনসন।

এদিকে, গ্র“পের অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩-২ গোলে হেরেছে ইতালি। তাতে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদেরও।

গ্র“প ‘জি’ থেকে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন সুইডেন। আর চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার। বাদ পড়েছে ইতালি (৩) ও আর্জেন্টিনা (১)।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad