নীলফামারী প্রতিনিধি: ►
নীলফামারীর কিশোরগঞ্জে ৬ জুয়ারীকে গ্রেফতার করছে পুলিশ। রবিবার (১৮ ডিসেম্বর) সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে নীলফামারী জেলা হাজতে পাঠানো হয়েছে। শনিবার দিবাগত রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়।
এতে নেতৃত্ব দেন থানার উপ পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ্ আল নোমান। অভিযানকালে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম মন্ডল পাড়া থেকে ওই জুয়ারীদের গ্রেফতার করা হয়।
আটক জুয়ারীরা হলেন, মোঃ সুলতান আলীর ৩ ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪৪), মোঃ রফিকুল ইসলাম (৪০) ও সাদিকুল ইসলাম (৩৮)। মৃত তোজাম্মেল হকের ছেলে আবুল কালাম আজাদ (৫২) মৃত ইসমাইল হোসেনের ছেলে লাল মিয়া (৪৫) এবং মৃত মোশারফ হোসেনের ছেলে মোঃ আনিছ (৪৮)।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় বলেন, বিশেষ অভিযান চালিয়ে ৬ জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রকাশ্যে জুয়া আইনের ধারা-৩ মোতাবেক মামলা করা হয়েছে। মামলা নং ১৭। রবিবার সকালে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।