• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৫-১-২০২৩, সময়ঃ সকাল ১১:০০

নীলফামারীতে মাদক বিক্রেতা মা-ছেলে গ্রেফতার, ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার 

নীলফামারীতে মাদক বিক্রেতা মা-ছেলে গ্রেফতার, ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার 

নীলফামারী প্রতিনিধি ►

১০০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের একটি অভিযানিক দল। বুধবার (৪ জানুয়ারী) বিকেলে নীলফামারী-জলঢাকা সড়কের বাদিয়ার মোড় নামক স্থানে ব্যাটারি চালিত একটি অটোরিকসায় অভিযান চালিয়ে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দইখাওয়া ইউনিয়নের দক্ষিণ গোতামারী এলাকার মনজুর আলমের স্ত্রী মমিনা খাতুন (২৭) ও ছেলে আব্দুল খালেক (১৮)। গ্রেফতার দু’জন মা ও সৎ ছেলে। তারা হাতিবান্ধা থেকে নীলফামারীতে আসছিলো। 

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফ উদ্দিন জানান, অটোরিকসার পিছনের সিটে বসে আসছিলেন তারা। ট্রাভেল ব্যাগের ভেতর থেকে এক’শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।  

তিনি আরও বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) শফিয়ার রহমান বাদী হয়ে নীলফামারী থানায় একটি মামলা করেছেন।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়