• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-৯-২০২২, সময়ঃ বিকাল ০৩:১৯

নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা থাকবে প্রতিমা বিসর্জনে

নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা থাকবে প্রতিমা বিসর্জনে

 

মাধুকর ডেক্স  ►

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের পাশাপাশি তৎপর থাকবে নৌ পুলিশ। পূজামণ্ডপে দায়িত্ব পালনের পাশাপাশি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে প্রতিমা বিসর্জনের দিনেও নৌ পুলিশের।

রাজধানীর গুলশান নৌ পুলিশের সদর দপ্তরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার মতবিনিময় সভায় এসব কথা বলেন নৌ পুলিশ প্রধান অতিরিক্ত আইজি মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, নৌ পুলিশের অধিক্ষেত্রে নদী কেন্দ্রিক ৭৭টি গুরুত্বপূর্ণ প্রতিমা বিসর্জন ঘাট ও ৭৯২টি পূজামণ্ডপে নৌ পুলিশ দায়িত্ব পালন করবে। প্রতিমা বিসর্জনের দিনেও নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সুন্দর ও নিরাপদ পূজা উদযাপনে নৌ পুলিশ সব সময় পাশে থাকবে বলেও জানান শফিকুল ইসলাম।  

নৌ পুলিশ প্রধানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতিসহ নৌ পুলিশের সব ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি ও ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।

সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিজ নিজ এলাকার পূজা পূর্ববর্তী, পূজাকালীন প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা সংক্রান্তে বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়