• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-১-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:০৬

পলাশবাড়ীতে দুইদিন ব্যাপী লীলা কীর্তন ও প্রসাদ বিতরণ

পলাশবাড়ীতে দুইদিন ব্যাপী লীলা কীর্তন ও প্রসাদ বিতরণ

পলাশবাড়ী পৌর প্রতিনিধি

পলাশবাড়ীতে সেবায়েত নবীন চাঁদ গোসাই এর প্রয়াণ দিবস উপলক্ষ্যে দুইদিন ব্যাপী বাৎসরিক লীলা কীর্তন ও মহাপ্রভূর ভোগ ও ভোগান্তে প্রসাদ বিতরন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের হাসানখোড় সার্বজনীন শ্রী শ্রী গোপাল গিরিধারী সেবাশ্রম এর আয়োজনে সেবায়েত নবীন চাঁদ গোসাই এর প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষ্যে ২দিন ব্যাপী বাৎসরিক লীলা কীর্তন ও মহাপ্রভূর ভোগ ও ভোগান্তে মহাপ্রসাদ বিতরন অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে সনাতন হিন্দু  সম্প্রদায়ের স্থানীয় হাসানখোর,পশ্চিম রামচন্দ্রপুর, সগুনা, কাশিয়াবাড়ী, জাইতর, কুমারপাড়াসহ এলাকার প্রায় ৩ হাজার কিশোর-কিশোরী ও নারী-পুরুষ ভক্তবৃন্দ ধর্মীয় লীলা কীর্তন ও প্রসাদ বিতরনী অনুষ্ঠানে অংশ নেন।

উক্ত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মল মিত্র, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান, আনোয়ারা বেগম, জিয়াউল হকসহ হাসানখোড় সার্বজনীন শ্রী শ্রী গোপাল গিরিধারী সেবাশ্রম মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ ভক্তবৃন্দ।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়