Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-১-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৫৫

পলাশবাড়ীতে নতুন বছরের নতুন বই বিতরণ

পলাশবাড়ীতে নতুন বছরের নতুন বই বিতরণ

পলাশবাড়ী প্রতিনিধি  ►

পলাশবাড়ীতে উৎসব মূখর পরিবেশের মধ্যদিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দিয়ে বই উৎসব পালিত হয়েছে। 
১ জানুয়ারী রোববার সকালে পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার প্রমুখ। 

অপর দিকে পলাশবাড়ী উপজেলার পশ্চিম মির্জাপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা চত্তরে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেয়া হয়। অত্র মাদ্রাসার অধ্যক্ষ আবু নোমান মোঃ জাহেদুর রহমানের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন, মাদ্রাসার শিক্ষক,রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম,মাসুদ আলম, আসলামুজ্জামান, আমিনুল্লাহ প্রধান, মোছা: রেহানা বেগম। এছাড়াও বড় শিমুলতলা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফ্ফর রহমান অত্র বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীদের হাতে নতুন বছরের প্রথম দিনেই বই তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad