Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৭ ঘন্টা আগে

পলাশবাড়ীতে প্রণোদনার শাক-সবজি বীজ ও সার পেল ৩৬০ কৃষক

পলাশবাড়ীতে প্রণোদনার শাক-সবজি বীজ ও সার পেল ৩৬০ কৃষক

সোহেল রানা, পলাশবাড়ী►

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে বসতবাড়ির মাঠে চাষযোগ্য শীতকালীন শাকসবজি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওয়তায় ক্ষুদ্র ও প্রান্তিক ৩৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস চত্ত্বর থেকে উপজেলার ৮টি ইউনিয়নের ৩৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষকদের বিভিন্ন দিক-নির্দেশনা তুলে ধরে বক্তব্য দেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাহমুদ আল হাসান। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনম পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দীন আহমেদ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আব্দুল মান্নান মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, উপজেলা মহিলা দপ্তরের কর্মকর্তা শাহনাজ আকতার, উপজেলা মধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আলমগীর হোসেন প্রমুখ। 

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad