নিজস্ব প্রতিবেদক
জ্বালানী তেলসহ সকল দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, পরিবহনের ভাড়া বৃদ্ধি, লোডশেডিং ও ভোলায় হত্যাকান্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বুধবার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা বিএনপি’র উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা শহরের দক্ষিণবন্দরে বগুড়া-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতকার্মীরা উপস্থিত ছিলেন।
পরে পলাশবাড়ী পৌরশহরের পানি উন্নয়ন বোর্ড অফিস মাঠে থানা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু আলা মওদুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মো. আনিসুজ্জামান খান বাবু, জেলা বিএনপি’র সভাপতি ডা. মো. মইনুল হাসান সাদিক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, গাইবান্ধা শহর বিএনপি’র আহবায়ক মো. শহীদুজ্জামান শহীদ, জেলা বিএনপি’র সাবেক সাধারণ কামরুজ্জামান হাসান সেলিম, জেলা কৃষকদলের সভাপতি মো. ইলিয়াস হোসেন, পলাশবাড়ী পৌর বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল, সাইফুল ইসলাম, জেলা ছাত্রদল সভাপতি খন্দকার জাকারিয়া জিম, জেলা মহিলা দল সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা, সাধারণ সম্পাদক মৌসুমি আক্তার তমা প্রমুখ।
বক্তারা বলেন, দেশের সম্পদ লুটপাট করে আজ তাদের মন্ত্রীরা আবোল-তাবোল বকছে। তেলসহ নিত্য পণ্যের দাম বাড়িয়ে তারা জনগণের সাথে জুলুম করছে। অতিষ্ট হয়ে মানুষ আজ রাস্তায় নেমেছে। বাংলার মানুষ এসব জুলুম আর মেনে নেবে না। তাই সময় এসেছে, মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তারা বলেন, দেশকে বাঁচাতে ও মানুষকে বাঁচাতে হলে সবাইকে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।