Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-১-২০২৩, সময়ঃ বিকাল ০৪:২২

পার্বতীপুরে অগ্নি দগ্ধ হয়ে শিশু মৃত্যু

পার্বতীপুরে অগ্নি দগ্ধ হয়ে শিশু মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি ►

দিনাজপুরের পার্বতীপুরে বসত বাড়ীতে আগুন ধওে ঘুমন্ত অবস্থায় ইউসুফ ইমরান (৫) নামে এক শিশু দগ্ধ হয়ে মারা গেছে।

আজ শুক্রবার সকালে দগ্ধ শিশুটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ঝাড়ুয়ার ডাঙ্গা গ্রামের জনাব আলীর বাড়ীতে অগ্নি কান্ডের ঘটনা ঘটে। নিহত শিশু ইউসুফ ইমরান ওই গ্রামের জনাব আলীর  পালিত সন্তান শিশুটির প্রকৃত বাবা মা নেই ।

স্থানীয়রা আব্দুল মান্নন জানান, প্রতিদিনের মত শিশু ইউসুফ ইমরান ঘরে ঘুম পাড়িয়ে পালিত বাবা মা পার্শ্বেও বাড়ীতে কোন জরুরী কাজে যায়। হঠাত কওে জরাব আলীর বাড়ীতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে । আগুনের ভয়াবকতা দেখে মনে হচ্ছে যে স্বাভারিক কোন কিছুর থেকে আগুন ধরতে পারে । মনে প্রেট্রল জাতীয় পর্দাথ লাগিয়ে জনাব আলীর বাড়ীতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে । মূহুর্তেও মধ্যেই সমস্ত বাড়ী পুড়ে ছাই হয়ে গেল । হঠাৎ বাড়িতে আগুন দেখে স্থানীয়দের সহযোগিতায় শিশু ইউসুফ ইমরানকে ঘর থেকে বের করে নিয়ে আসলেও ততক্ষণে আগুনে পুড়ে মারা যায় শিশু ইমরান ইউসুফ। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন পরিবারের সদস্যরা। ইতোমধ্যে নগদ অর্থসহ ওই বাড়ির সকল আসবাবপত্র ভস্মীভূত হয়ে যায়।

পার্বতীপুর থানার ওসি আবু হাসনাত , দগ্ধ শিশুটির মৃত্যুও সংবাদ নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে । এর প্রকৃত ঘটনা  খুঁজে বের করা চেষ্ঠা করছে । এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে ।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad