পার্বতীপুর প্রতিনিধি ►
দিনাজপুরের পার্বতীপর মোটর মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ ফয়জার রহমান দূর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের গুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল থেকে চার রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে মোটর পরিবহন মালিক সমিতি। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারন। জানা গেছে, রাত ১১টার দিকে ফয়জার রহমান গুলপাড়া রাস্তার মোড়ে অবস্থান করছিলেন। এ সময় পিছন থেকে মাথায় হেলমেট পরা ৫-৭জন দূর্বৃত্ত এসে ধারালো অস্ত্র দিয়ে শরীরে কোপ মেরে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে দিনাজপুর এমআব্দুর রহমান মেডিকেল কলেজে ভর্তি করে। এতে পার্বতীপুর থেকে ফুলবাড়ী, রংপুর, দিনাজপুর ও সৈয়দপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত বলেন, মোটর মালিক সমিতির সম্পাদক ফয়জার রহমানের উপর দূর্বৃত্তদের হামলার কথা শুনেছেন। তবে থানায় কেউ অভিযোগ দিতে আসেননি। অভিযোগ না দিয়ে হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়া ঠিক হয়নি মালিক সমিতির।