• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-৯-২০২২, সময়ঃ বিকাল ০৪:০৬
  • ১২৫ বার দেখা হয়েছে

পীরগঞ্জে গো-খাদ্য  সংকট দাম চড়া

পীরগঞ্জে গো-খাদ্য  সংকট দাম চড়া

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি  ►


রংপুরের পীরগঞ্জে গো-খাদ্য খড়ের চাইতে হাইব্রিড জাতের কাঁচা ঘাসের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছেন কৃষক ও গরু খামারীরা। দু’মাসের বেশি সময় ধরে চড়া দামে বিক্রি হচ্ছে খড়। এতে পেশা ধরে রাখা নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছেন খামারিরা। 

অনেকদিন ধরেই উপজেলায় খড়ের ব্যবসা করছেন উপজেলা সদরের স্থানীয় বাসিন্দা খয়বর হোসেন। তিনি বলেন, এ বছর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা থেকে নসিমন ও ভ্যান যোগে খড় সংগ্রহ করে নিয়ে এসে এখানে হাটে বাজারে বিক্রি করা হয়। খড় মালিকরা খড় মজুদ করে রাখলেও কম দামে বিক্রি করছে না। কম দামে কিনতে পারলে কম দামেই বিক্রি করতেন ব্যবসায়ীরা। আরেক খড় ব্যবসায়ী ছাদেক মিয়া বলেন, খড় ব্যবসায় আগের মতো লাভ নেই। দূর থেকে গাড়িতে করে নিয়ে আসতে হয়। পরিবহন ও লেবার খরচ বেশি তাই কম দামে বিক্রি করতে পারছেন না। 

উপজেলা গরু খামারি শাহজাহান কবিরাজ বলেন, সব ধরনের গোখাদ্যের দাম চড়া বিশেষ করে খড় পাওয়াই যাচ্ছে না। যদিও পাওয়া যায় তা বাজার মুল্য অনেক বেশি। যে কারনে কাঁচা ঘাসের উপর চাপ পড়েছে। খড় ব্যবসায়ীরা  ১ ভ্যান খড় বিক্রি করছে ১২ থেকে ১৫’শ টাকা দরে। যা একটি গরুর ২ সপ্তাহের খাবার। এলাকার কৃষক সাইফুল ইসলাম বলেন, এবছর ধান কাটার সময় আবহাওয়া অনুকূলে ছিলো না। বৃষ্টির কারনে খড় মজুদ করতে পারেনি। ইতিপূর্বে  খড় তাদের  চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করতেন। বর্তমানে কৃষকদেরই কিনতে হচ্ছে চড়া দামে। 

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: তাজুল ইসলাম জানান,উপজেলার ১৫ ইউনিয়নে ছোট-বড় প্রায় ১১’শ গরুর খামার রয়েছে। খড়ের দাম বেশি হওয়ায় খামারিরা হাইব্রিড জাতের কাঁচা ঘাস গো-খাদ্য হিসাবে চালিয়ে নিচ্ছে। হাইব্রিড জাতের ঘাসে খনিজ উপাদান ও পুষ্টি বেশি থাকে। খামারিদের এজন্য নিজস্ব জমিতে ঘাসের চাষ করার জন্য সহযোগিতা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়