পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে গতকাল সোমবার সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নের লে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়ের সভাপতিত্বে ও প্রাথমিক শিা অফিসার রফিকুজ্জামানের সঞ্চালনায় সহকারি কমিশনার (ভুমি) মীর মোঃ আল কামাহ তমাল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, ওসি তদন্ত মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, পীরগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক এটিএম মাজহারুল আলম মিলন, চেয়ারম্যান সমিতির সেক্রেটারী ও কুমেদপুর ইউপির চেয়ারম্যান আমিনুল ইসলাম, বড়আলমপুর ইউপির চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম প্রমুখ আলোচনায় অংশ নেয়। এতে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ইমাম, শিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গ্রামপুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।