• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-১২-২০২২, সময়ঃ বিকাল ০৫:১৪

পীরগঞ্জ ও সাঘাটায় ভুমিহীন সমিতির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী 

 পীরগঞ্জ ও সাঘাটায় ভুমিহীন সমিতির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী 

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি ►

রংপুরের পীরগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বৃহস্পতিবার ভুমিহীন কল্যান সমিতির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ভুমিহীন কল্যান সমিতি পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের পীরগঞ্জ শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোকলেসুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-এ্যাডঃ কাজী লুমুম্বা লুমু,এ্যাডঃ আবু সুফিয়ান হিরু,ভুমিহীন কল্যান সমিতির সম্পাদক দেলোয়ার হোসেন,আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম পিন্টু ও মাসুদ মিয়াসহ ১৫ ইউনিয়নের ভুমিহীন নেতৃবৃন্দ। সমাবেশে ভুমিহীন সমিতির দেড় সহ¯্রাধিক সদস্য/সদস্যা অংশ নেয়। এর আগে এক  বর্নাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান সড়ক সমুহ প্রদক্ষিন করে। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান পরিবেশিত হয়।

সাঘাটা প্রতিনিধি জানায়

গাইবান্ধার সাঘাটা উপজেলা ভুমিহীন সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা ভুমিহীন সমিতি ও নিজেরা করি সংস্থার আয়োজনে সাঘাটা ডিগ্রী কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নিজেরা করি সংস্থার রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মামুনুর রশিদ মামুন।  

উপজেলা ভুমিহীন সমিতির সভাপতি দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাঘাটা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মন্ডল,সাংবাদিক জয়নুল আবেদীন, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির গাইবান্ধ জেলা কমিটির সাধারণ সম্পাদক মিলন কান্তি সরকার, সমাজ সেবক ছামসুল হক, ভুমিহীন নেতা যতিন্দ্র দাস, আব্দুল গণি, ভুমিহীন সমিতির নারী নেত্রী পারুল বেগম,আছমা বেগম, সরমী আক্তার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়