• মাধুকর প্রতিনিধি
  • ৯ মাস আগে

পুন্ড্র ইউনিভার্ষিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সুধী সমাবেশ

পুন্ড্র ইউনিভার্ষিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সুধী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
গতকাল বগুড়াস্থ পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির উদ্যোগে গাইবান্ধা জেলার কলেজ ও মাদ্রাসা সমূহের অধ্যক্ষদের সাথে এক মতবিনিময় সভা গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 
সভায় সভাপতিত্ব করেন পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বক্তব্য রাখছেন উপ-উপাচার্য প্রফেসর ড. আ ন ম রেজাউল করিম, রেজিস্ট্রার ড. মো. আলা উদ্দিন, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান, প্রেসক্লাব সভাপতি কে এম রেজাউল হক। সভায় শিক্ষা ব্যবস্থার উপরে বিস্তার আলোচনা করেন বক্তারা। তারা উত্তরাঞ্চলে প্রতিষ্ঠিত পুন্ড্র বিশ্ববিদ্যালয় উত্তোরত্তর সমৃদ্ধ কামনা করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন কলেজ থেকে প্রায় ৭০ জন অধ্যক্ষ উপস্থিত ছিলেন। 
বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোজাফফর হোসেন বলেন, পুন্ড্র বিশ্ববিদ্যালয় তার লাইব্রেরী, ল্যাব এবং প্রযুক্তির দিক দিয়ে স্বয়ং সম্পুন্ন এবং উত্তরাঞ্চলের ছাত্রদের জন্য আমাদের সহমর্মিতা রয়েছে। এবং মেধাবীদের জন্য সর্বাধিক সুযোগ সুবিধা রয়েছে। আপনাদের সহযোগিতা থাকলে শিক্ষা ক্ষেত্রে আমরা আমূল পরিবর্তন আনার চেষ্টা অব্যাহত থাকবে। 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়