Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে

ফুলছড়িতে কৃষি ও আইনি সেবা নিশ্চিতকরণে গণশুনানি

ফুলছড়িতে কৃষি ও আইনি সেবা নিশ্চিতকরণে গণশুনানি

মোস্তাফিজুর রহমান, ফুলছড়ি►

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় কৃষি ও আইনি বিষয়ক সেবা নিশ্চিতকরণে সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর ২০২৫) সকালে ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ গণশুনানির আয়োজন করা হয়।

মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায়, সুইডেন সরকারের অর্থায়নে এবং এসকেএস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ‘কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ)’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ গণশুনানিতে কৃষি, আইন, সামাজিক নিরাপত্তা, নারী অধিকারসহ সেবা–সংক্রান্ত বিভিন্ন জটিলতা ও চ্যালেঞ্জ নিয়ে সাধারণ মানুষের মতামত, সেবা প্রাপ্তিতে বাঁধা/অসুবিধাসমূহ তুলে ধরা এবং সমাধান কৌশল বিষয়ে আলোকপাত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার বর্মন। সেবাগ্রহীতাদের সমস্যার সমূহ  আমলে নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এডিশনাল এগ্রিকালচার এক্সটেনশন অফিসার মোঃ আবু তালেব, ফুলছড়ি থানার এসআই মোঃ মোশাররফ হোসেন, ফজলুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মুক্তার হোসেন, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, সিআরইএ প্রকল্পের সমন্বয়কারী লাভলী খাতুন ও সুলতানা বাহার।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় জনগণের সক্ষমতা বৃদ্ধি, নারী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কৃষি ও আইনি অধিকার সুরক্ষা এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। গণশুনানির মাধ্যমে জনগণ সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পায়, যা সেবার মান বৃদ্ধি এবং সমস্যার দ্রুত সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। 

গণশুনানিতে ফুলছড়ি উপজেলার জিকা কমিটির সদস্য ইয়ারন বেগম, ফুলছড়ি ও ফজলুপুর ইউনিয়নের নারী দলের সদস্য মোছাঃ মাজেদা খাতুন,  হামিদা বেগম, জাহানারা  বেগম ও মরিয়ম বেগম, যুবক যুবতী দলের সভাপতি মোঃ নুরুল ইসলাম, সদস্য আব্দুল্লাহ সহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad