ফুলছড়ি প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়িতে গ্রামীণ সড়ক সংস্কার প্রকল্পের আওতায় উদাখালী ইউনিয়নের নাড্ডার মোড় হইতে উড়িয়া ইউনিয়নের মশামারী ও কাটাদারা ওয়াপদা বাঁধ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত পাকা সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে সড়কটি সংস্কার কাজের উদ্বোধন করেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
সড়কটি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর দীর্ঘদিন সংস্কারের অভাবে যানবাহন ও লোকজনের চলাচলে অযোগ্য হয়ে পড়েছিল। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে সড়কটি সংস্কার কাজের ব্যয় ধরা হয়েছে ৯২ লক্ষ টাকা। সড়কটি সংস্কার হওয়ায় এলাকাবাসী ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।