ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি ►
ফুলছড়িতে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদ এবং সুশীল সমাজের সাথে জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার বিষয়ক ম্যাপিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) বেসরকারি সংস্থা অবলম্বন এর আয়োজনে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সুশীল সমাজের প্রতিনিধি গোলাম হোসেন কুদ্দুছ এর সভাপতিত্বে ম্যাপিং সভায় বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, শিক্ষক হারুনার রশিদ, ইউপি সদস্য কাবিল উদ্দিন, আইয়ুব আলী, সুশীল সমাজের প্রতিনিধি আব্দুল মজিদ প্রধান, মাহাবুর রহমান, অবলম্বন এর প্রজেক্ট অফিসার মাজেদুল ইসলাম, ফিল্ড অফিসার খিলন রবিদাস প্রমুখ।