• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-১২-২০২২, সময়ঃ বিকাল ০৩:৩০

ফুলছড়িতে বাল্যবিবাহ শিশুশ্রম এসআরএইচআর বিষয়ক সংলাপ

 ফুলছড়িতে বাল্যবিবাহ শিশুশ্রম এসআরএইচআর বিষয়ক সংলাপ

ফুলছড়ি প্রতিনিধি ► 

গাইবান্ধার ফুলছড়িতে বাল্যবিবাহ, শিশুশ্রম, প্রতিবন্ধিতা এবং এসআরএইচআর বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা ছিন্নমূল মহিলা সমিতি ও গণসাক্ষরতা অভিযান এর আয়োজনে মালালা ফান্ডের সহযোগিতায় বাল্যবিবাহ, শিশুশ্রম, প্রতিবন্ধিতা, যৌনতা, প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ। সংলাপে মুল প্রবন্ধ উপস্থাপন করেন, ছিন্নমূল মহিলা সমিতি সহকারী পরিচালক এবিএম মাসুদুন্নবী লিপন। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমানের সভাপতিত্বে সংলাপের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পাপিয়া সুলতানা, গজারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলী খান, উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, বিবাহ ও তালাক রেজিস্ট্রার আমজাদ হোসেন, উপজেলা সমাজ সেবা দপ্তরের প্রতিনিধি আবু নাসের, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, ছিন্নমূল মহিলা সমিতি প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান, আহসান করিম তিতু প্রমুখ।

সংলাপে ফুলছড়ি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কাজী, ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়