Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে

ফুলছড়িতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ফুলছড়িতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

আমিনুল হক, ফুলছড়ি►

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলীয় এরেন্ডাবাড়ী ইউনিয়নের আলগার চর বাজারে উত্তরবঙ্গ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ফ্রি ব্লাড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে শতাধিক মানুষ বিনামূল্যে নিজের রক্তের গ্রুপ জেনে নেন এবং অনেকে স্বেচ্ছায় রক্তদান করেন। এ আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। 

গত শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে শুরু হওয়া এ ক্যাম্পে আগত শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনেকে প্রথমবারের মতো নিজের রক্তের গ্রুপ জেনে সন্তোষ প্রকাশ করেন। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা ও এরেন্ডাবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আকরামুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন, উত্তরবঙ্গ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তানভীর, সিনিয়র সভাপতি শেখ ইল্লালসহ সংগঠনের সদস্য হারুনা রশিদ, মিন্টু মিয়া, বকুল মিয়া, সোহাগ হোসেন, রাজু মিয়া, ফজলু মিয়া, মারুফ হোসেন, মোশারফ হোসেন, সিয়াম সরকার, হাসান, মনির হোসেন, ইব্রাহিম আলী, আব্দুল্লাহ ও মমিনুল ইসলাম।

প্রধান অতিথি সাইদুর রহমান বলেন, এটি নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। গ্রামের তথা চরাঞ্চলের মানুষকে সচেতন করার পাশাপাশি রক্তদানে উৎসাহিত করায় এ আয়োজন প্রশংসনীয়। সংগঠনের যেকোনো প্রয়োজনে আমি পাশে থাকবো, ইনশাল্লাহ। এ সংগঠন মানবসেবায় আরও এগিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা করি।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আকরামুল ইসলাম বলেন, আমাদের সংগঠন সম্পূর্ণ মানবিক ও অরাজনৈতিক। আমরা বাংলাদেশসহ বিশ্বব্যাপী মানবসেবার মাধ্যমে পরিচিত হতে চাই। রক্তের প্রয়োজন হলে আমরা সর্বাত্মক চেষ্টা করব দ্রুত তা ম্যানেজ করার। আমাদের মূল লক্ষ্য মানবসেবা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad