ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজে এসে শেষ হয়। পরে ওই কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম এর সভাপতিত্বে দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, ফুলছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ আহসান হাবিব, কঞ্চিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম কামরুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, ফুলছড়ি সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবদুল আজিজ মন্ডল, কঞ্চিপাড়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ফেরদৌস আলম, প্রভাষক নূরে আলম সিদ্দিক, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির গাইবান্ধা জেলা সভাপতি আবুল হোসেন শিকদার, মাদরাসা শিক্ষক মাওলানা আবুল খায়ের, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জহুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন।
সভায় বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। শিক্ষকরা আদর্শ মানুষ এবং সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই শিক্ষাকে জাতীয় করণের দাবী জানাচ্ছি।