• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-১২-২০২২, সময়ঃ বিকাল ০৪:৫৯

ফুলছড়িতে স্থানীয় পর্যায়ে শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক মতবিনিময়

ফুলছড়িতে স্থানীয় পর্যায়ে শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক মতবিনিময়

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি ►

গাইবান্ধার ফুলছড়িতে স্থানীয় পর্যায়ে শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এম এ ইউ একাডেমী উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা ছিন্নমূল মহিলা সমিতি ও গণসাক্ষরতা অভিযান এর আয়োজনে মালালা ফান্ডের সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তাদের অংশগ্রহনে স্থানীয় পর্যায়ে শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

কঞ্চিপাড়া এম.এ.ইউ একাডেমি উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ছিন্নমূল মহিলা সমিতি সহকারী পরিচালক এবিএম মাসুদুন্নবী লিপনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পাপিয়া সুলতানা, ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মুর্শীদুর রহমান খান, প্রধান শিক্ষক হান্নান সরকার, সহকারী শিক্ষক মশিউর রহমান, ছিন্নমূল মহিলা সমিতি প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান, আহসান করিম তিতু, নুরুন্নবী সরকার প্রমুখ।

সভায় জেন্ডার সংবেদনশীল জলবায়ু পরিবর্তন সহায়ক এবং তথ্য নির্ভর শিক্ষা প্রসার কার্যক্রমে স্থানীয় পর্যায়ে শিক্ষার ক্ষেত্রে বাজেট বৃদ্ধির জন্য আহবান জানানো হয়। উল্লেখ্য, ছিন্নমূল মহিলা সমিতি এ প্রকল্পের মাধ্যমে ফুলছড়ি উপজেলার ৪টি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়