ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার নাদের হোসেন নূরাণী হাফিজিয়া ও কওমী মাদ্রাসা কেন্দ্রে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণকারী এবং ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নাদের হোসেন নুরানী হাফিজিয়া ও কওমী মাদ্রাসার সম্মেলন কক্ষে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নুরানী মাদ্রাসা বোর্ডের প্রতিনিধি মাওলানা মো: আবু সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলী। প্রধান আলোচক ছিলেন ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা সাইফুল ইসলাম। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিদর্শক আলহাজ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন নাদের হোসেন নুরাণী হাফিজিয়া ও কওমী মাদ্রাসার পরিচালক আব্দুস ছালাম মিয়া, দক্ষিণ বুড়াইল ক্বারিউল কুরআন নূরাণী হাফেজিয়া ক্বওমী মাদরাসার মুহতামিম হাফেজ সাইফুল ইসলাম, ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বিদায়ী শিক্ষার্থী সানজিদা আক্তার প্রমুখ।
উল্লেখ্য, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এই প্রথম ফুলছড়ি উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।