• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-১২-২০২২, সময়ঃ বিকাল ০৩:৩৮

ফুলছড়ির কঞ্চিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

ফুলছড়ির কঞ্চিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি ►

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

কঞ্চিপাড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান  সোহেল রানা শালু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম কামরুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়ছার আক্তার কেয়া, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আওলাদ হোসেন লেবু, সহকারী শিক্ষক শিরিন আক্তার, ফিরোজ কবির প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নে শুধু শিক্ষকদের ওপর নির্ভরশীল না হয়ে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এছাড়াও মেয়েদের লেখাপড়ার ওপর অধিক যতœশীল হতে হবে। সন্তানকে সুশিক্ষিত করতে অভিভাবকদের ভূমিকা অপরিসীম।’ সমাবেশে অভিভাবকদের সুচিন্তিত মতামত ও পরামর্শ মোতাবেক বিদ্যালয়ের লেখাপড়ার মান বৃদ্ধি বিষয়ে পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। 
 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়