ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি►
প্রতি বছরের ন্যায় এবারও শীতার্ত মানুষদের একটু উষ্ণতা ছড়াতে নিজ অর্থায়নে এক হাজার ২০০ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ।
আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) দুপুরে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ইউনিয়নের অসহায়, দুস্থ ও গরীব মানুষের মাঝে তিনি এ শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজা মিয়া প্রমুখ।
তিনি বলেন, এই শৈত্যপ্রবাহে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। বিগত দিনেও ছিলাম, ভবিষ্যতও থাকব। আমি সবসময় সততার সাথে উপজেলা পরিষদের দায়িত্ব পালন করে আসছি। আপনারা আমার পাশে থাকবেন।