ধীমান চন্দ্র সাহা, ফুলবাড়ী ►
দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরের পশ্চিম গৌরীপাড়াস্থ চৌধুরী সুপার মার্কেটের দ্বিতীয় ওয়ান ডায়াগনিস্টিক সেন্টারের নতুন সংযোজন ওয়ান জেনারেল হসপিটাল এ- ডায়াগনিস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় ওয়ান জেনারেল হসপিটাল এ- ডায়াগনিস্টিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হসপিটালটির ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুল হাসান চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে ওয়ান জেনারেল হসপিটাল এ- ডায়াগনিস্টিক সেন্টারের উদ্বোধন এবং বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
ফুলবাড়ী পৌরসভার প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, ডা. নুরুল ইসলাম প্রমুখ। শেষে হসপিটালটি পরিদর্শন করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এ সময় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।